বটিয়াঘাটা প্রতিনিধি || খুলনার বটিয়াঘাটা পানখালি ফেরি থেকে গত সোমবার রাতে নদীতে পড়ে হৃদি রায় (৭)নামের এক শিশু।এঘটনার একদিন পর আজ বুধবার (৮ মে) সকাল ৭টায় ফেরিঘাটের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।এরপর তার পরিবারের সদস্যদের কাছে হৃদির মরদেহ হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস জানান,সুন্দরবনের করমজল থেকে তারা ট্রলারযোগে বাসায় ফিরছিলেন। কিন্তু প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে ট্রলার থেকে ফেরিঘাটে নোঙর করা অতিরিক্ত ফেরিতে নামেন। এ সময় ফেরির ওপর দিয়ে হৃদি দৌড়ে যাওয়ার সময় অন্ধকারে অসাবধানবশত ফেরি ও পন্টুনের মাঝের ফাঁকা স্থান দিয়ে নদীতে পড়ে যায়।সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত স্থানে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌছায়। কিন্তু রাতে আবহাওয়া খারাপ এবং নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি।আজ বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।