অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের দুই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে । বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আজ বুধবার (০৮মে) ভোর থেকেই বাগেরহাট জেলা জুড়ে মুশলধারায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। কচুয়া উপজেলার গোয়াল মাঠ রসিকলাল কেন্দ্র সহ বেশ কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে।
নির্বাচন অফিসের সূত্র মতে জানা যায়,কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪’জন,ভাইস চেয়ারম্যান পদে ২’জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩’জন প্রতিদ্বন্দীতা করছেন। অপরদিকে রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৩’জন, ভাইস চেয়ারম্যান পদে ৪’জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২’জন লড়ছেন।
এই দু’টি উপজেলার ১৭’টি ইউনিয়নে ৭৯’টি কেন্দ্রে, ৫৬৯’টি বুথে মোট ২’লাখ ২৭’হাজার ৯’শত ৯৪’জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ১৪’জন আনসার ও ৪’জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। দুটি উপজেলায় ২১’জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৪’প্লাটুন বিজিবি, র্যাবের ৪’টি টিম ও ডিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।