নড়াইল প্রতিনিধি || ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট শনিবার (৮ মে) অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নড়াইলের কালিয়া উপজেলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩ জন প্রার্থী।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুন অর রশিদ (আনারস), বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাজমুল হক প্রিন্স (দোয়াত কলম), কলাবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান কায়েস (ঘোড়া) ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান ওসি (চিংড়ি মাছ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
কালিয়া উপজেলার সালামাবাদ, হামিদপুর, মাওলী, বাবরা-হাসলা, পেড়লী, নড়াগাতি, কলাবাড়িয়া, খাসিয়াল, পুটিমারি, জয়নগর, পহরডাঙ্গাসহ কয়েকটি এলাকায় ভোটাররা বলছেন, এবারে নির্বাচনে কোনো দলীয় মার্কা নেই। নৌকা নেই তাই কোনো চাপও নেই। আমরা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়ন নিয়ে কালিয়া উপজেলা গঠিত। ওই উপজেলায় মোট ভোটার রয়েছে ১ লাখ ৯৭ হাজার ২০৯ জন। ৮২টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।