অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট || বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ বাজারের বাজুয়া রোডে অবস্থিত বিল্ডিং ও মার্কেটের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বেঁধড়ক মারপিটের অভিযোগ উঠেছে খুলনা সোনাডাঙ্গা এলাকার মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ হানিফ রিপন ও মোঃ রফিকুল ইসলাম সুমনের বিরুদ্ধে।
রবিবার দিবাগত রাতে বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজারের বাজুয়া রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আলতাফ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানায়,খুলনার সোনাডাঙ্গা এলাকার মোঃ হানিফ রিপনের কাছে দিগরাজ বাজারের বাজুয়া রোডে অবস্থিত বিল্ডিং ও মার্কেট ভাড়ার পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে মোংলা পৌট কলনী মালতী আবাসিক এলাকার আলতাফ হোসেন পাওনা টাকা চাইতে গেলে সোনাডাঙ্গা এলাকার মোঃ হারুন অর রশিদ
দু’জনের মাঝে কথা কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে এ বেধড়ক মারপিটের ঘটনা ঘটে ।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোঃহানিফ রিপন ও মোঃ রফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ৩-৪ জন একত্রিত হয়ে আলতাফ হোসেনের উপর অতর্কিত আক্রমণ করে গুরুতর আহত করে।
এসময়ে আলতাফ হোসেনের ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায়।দ্রুত গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।