আলী আজীম,মোংলা || মোংলার সোনাইলতলা ইউনিয়নে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: আ: হামিদ শেখ কে রাষ্ট্রীয় সম্মান “গার্ড অব অনার” প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ মে) সকালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে খুলনার একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।
ওইদিন দুপুর ১২ টায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মো: আ: হামিদ শেখ এর বাস ভবন চত্বরে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো: আ: হামিদ শেখ কে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের অংশ হিসেবে মরদেহের কফিন জাতীয় পতাকা দ্বারা আবৃত করণ, উপজেলা প্রশাসনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ বাহিনীর সশস্ত্র সদস্যদের দ্বারা সশস্ত্র সালাম-এঁর মধ্যদিয়ে “গার্ড অব অনার” প্রদান করা হয়।
এতে নেতৃত্বে দেন সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম।
এসময় মোংলা থানার পুলিশ সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস রঞ্জিত কুমার উপস্থিত ছিলেন।
পরে সেখানে তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সামাহিত করা হয়। স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা তাঁর জানাযাতে অংশ নেন।
মৃত্যুরপর তিনি ৩ ছেলে ৩ মেয়ে ১ স্ত্রী নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মোংলা উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।