মোঃইমরান হোসেন,বটিয়াঘাটা || খুলনার দাকোপের বাজুয়া খুটাখালী ৪র্থ শ্রেনির ছাত্র ক্যান্সারে আক্রন্ত আরিয়ান মন্ডলের সহযোগিতায় এগিয়ে এলেন সুন্দরবন নিউজের একঝাক তরুন সাংবাদিক।
বাজুয়া বাজারের ভুমিহিন দিনমজুর শুভংকর মন্ডলের একমাত্র পুত্র আরিয়ান দুরোগ্যো ক্যান্সার জনীত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মহাকালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছে সুন্দরবন নিউজ টিম।সুন্দরবন নিউজ টিমের উদ্যোগে লাউডোব ফেরীঘাট এলাকা থেক সুন্দরবন নিউজের তরুন সাংবাদিকরা স্বরিদয় বেক্তিদের সহযোগিতায় ১৬ই মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাউডোব ফেরী ঘাট চত্তরে আরিয়ানের চিকিৎসার জন্য ২০হাজার ২৫০ টাকা আরিয়ানের মায়ের হাতে প্রদান করেন সুন্দরবন নিউজ টিমের সিনিয়র সাংবাদিক স্বপন কুমার রায়, লাউডোব ইউনায়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,সুন্দরবন নিউজের নির্বাহী পরিচালক রুমান আহম্মেদ,বিপ্লব মন্ডল সাংবাদিক মিজানুর রহমান,পাপ্পু সাহা,সাধন আস্চার্য, প্রসেন্জীত রায়, আবুল বাশার,মামুন খান, সহ অনেকে।
তারই ধারাবাহিকতায় স্কুল ছাত্র আরিয়াকে সহযোগিতা করলো সংগঠনটি সমাজের বৃত্তবানদেরকেও ক্যান্সারে আক্রান্ত আরিয়ানকে সকলের সহযোগীতায় এগিয়ে আসার আহব্বান জানাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।