মোঃফয়সাল হোসেন,কয়রা || জীবিকার তাগিদে খুলনার কয়রা থেকে গোপালগঞ্জের ধান কাটতে যান ১৩ জন শ্রমিক। ধান কেটে বাড়ি ফেরার পথে সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও ১১ জন আহত হয়েছে। শনিবার (১৮ মে) সকাল ৬ টার দিকে তালার হরিশ্চন্দ্রপুরের কাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। পুলিশ ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করেছে।
কয়রার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিল। মজুরী হিসাবে তারা ২০ থেকে ২৫ মণ ধান পায় । সেই ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়।
স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে সম্প্রসারণের কাজ চলায় রাস্তা খুড়ে রাখার কারণে মুলতঃ এই দুর্ঘটনা ঘটেছে। রাস্তা খুঁড়ে ফেলে রাখায় ওই এলাকায় প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুই জনের লাশ উদ্ধার করে পোষ্টমার্টেমের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।