পরেশ দেবনাথ,কেশবপুর || যশোর,খুলনা ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ডুমুরিয়া উপজেলার ঐতিহাসিক চুকনগর গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (২০ মে-২৪) ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায় স্বাধীনতার ৫৩ বছর পূর্তি ঊপলক্ষে এবং চুকনগর গণহত্যায় নিহতদের স্মরণে চুকনগর গণহত্যা-৭১ স্মৃতিরক্ষা পরিষদ ও আমরা ৭১-এর উদ্যোগে চুকনগর ভদ্রা নদীতে ৫৩ ডালি পুষ্প পাপড়ি ভদ্রা নদীতে ছিটানো হয়। এরপর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ। প্রথমে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদ, ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,আমরা ৭১,আটলিয়া ইউনিয়ন পরিষদ, চুকনগর ডিগ্রি কলেজ,চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে বধ্যভূমি চতুরে আলোচনা স্মরণ সভা অনুষ্ঠিত হয়।চুকনগর গণহত্যা-৭১ এর সভাপতি ও চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম ব্রাউন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমীন।
বক্তব্য রাখেন,ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত কুমার রায়, আমরা ৭১ এর সমন্বয়ক হিলাল ফয়েজী, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কবি ইব্রাহিম রেজা, সমিরন সরকার, রুবেল খান, শিল্পী ইমরুল চৌধুরী,ইদ্রিস আলী,শেখ সেলিম আক্তার স্বপন,আমজাদ হোসেন প্রমুখ।
বেলা ১১টায় খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গাজী আবদুল হকের পক্ষে ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন,১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এই দিন পাকিস্থানী হানাদার বাহিনী ডুমুরিয়া উপজেলার চুকনগরের বিভিন্ন স্থানে গুলি করে ১০ হাজারেরও উর্ধ্বে নিরীহ মানুষকে হত্যা করে। বিশ্বের গণহত্যার ইতিহাসে এগুলাে পর্যালাচনা করে দেখা গেছে, এটাই বিশ্বের সর্ববৃহৎ গণহত্যা। বিশ্বের আর কােথাও এতো অল্প সময়ে একসাথে এতাে মানুষকে প্রাণ দিতে হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।