তারিকুজ্জামান রুবেল,প্রতাপনগর || ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসাবে টানা চতুর্থবারের মত চিংড়ি মাছ মার্কা প্রতিকের প্রার্থী এবিএম মোস্তাকিম ৫১ হাজার ৬৬২ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের এস এম শাহনেওয়াজ ডালিম পেয়েছে ৫০ হাজার ৭০৭ ভোট। তিনি আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের পদত্যাগকারী চেয়ারম্যান। এছাড়া দোয়াত কলম প্রতিকে মোঃ গাউছুল হোসেন রাজ পেয়েছেন ১২ হাজার ৫৩০ ভোট ও আনারস প্রতীকে এড. শহীদুল ইসলাম পিন্টু পেয়েছেন ২ হাজার ৮৩৪ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তালা প্রতিকে এস এম সাহেব আলী ৫০ হাজার ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী পেয়েছেন ৩১ হাজার ২৬৫ ভোট, এছাড়া ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন মাইক প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ৮০৮ ভোট, প্রেসক্লাবের সভাপতি জি এম আল ফারুক টিয়া পাখি প্রতিকে পেয়েছেন ৯ হাজার ৬১৫ ভোট ও কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলী চশমা প্রতিকে পেয়েছেন ৮ হাজার ৩২৬ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) কলস প্রতিকের প্রার্থী মোসলেমা খাতুন মিলি ৩৯ হাজার ১৪৫ ভোট পেয়ে বে-সরকারিভাবে ২য় বার নির্বাচিত হয়েছেন। এছাড়া সীমা পারভীন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১২৪ ভোট, মারুফা খাতুন বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ২৩ হাজার ৮৩৬ ভোট ও ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৪৬ ভোট।
আশাশুনি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলায় মোট ২ লক্ষ ৩৯ হাজার ২২০ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ লক্ষ ২০ হাজার ৫৯১ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৭৩৩ ভোট। বাতিলকৃত ভোটের ২ হাজার ৮৫৮ ভোট। ভোট পড়েছে শতকরা ৫০:৪১ ভাগ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।