স্টাফ করেসপন্ডেন্ট ।। খুলনা অনলাইন প্রেসক্লাব এর নেতৃবৃন্দ বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।খুলনা অনলাইন প্রেসক্লাব এর নবনির্বাচিত সভাপতি শাহবাজ জামান ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম নবীর নেতৃত্বে ২০ সদস্যর একটি দল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এ মহানায়কের প্রতি বিনম্র সম্মান প্রদর্শন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনে যান এবং সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক আবু আসলাম বাবু,সহ-সভাপতি আফজল আহমেদ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া তুহিন, সহ-সাধারন সম্পাদক এস এম মমিনুর রহমান,সহ-সম্পাদক শামিমা আক্তার মুন্নী, দপ্তর সম্পাদক জোবায়ের ইসলাম অলি,মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক মোসা: ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান মোল্লা, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: রাসেল মিনা,কার্যকরী সদস্য আরিফা খাতুন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।