সাগর কুমার বাড়ই,তেরখাদা || ২১ মে মঙ্গলবার দ্বিতীয় ধাপে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে প্রথম বারের মতো আলহাজ্ব মোঃ আবুল হাসান মুসাল্লী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তেরখাদা উপজেলার আওয়ামী লীগের নেতা তরুণ প্রজন্মের আস্থাভাজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব মোঃআবুল হাসান মুসাল্লী(আনারস)প্রতীক নিয়ে ২৮ হাজার ১ শত ৯৭ ভোট পেয়ে তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সমাজ সেবক আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ( দোয়াত কলম ) প্রতীক নিয়ে ২২ হাজার ৭ শত ৩৮ ভোট পেয়েছেন।
তেরখাদা উপজেলায় মোট ৪৩ টি ভোট কেন্দ্র ও মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৩ শত ৬৮ জন।
তাঁর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা = ৫২ হাজার ৫ শত ৯৪ জন।
মহিলা ভোটারের সংখ্যা = ৫১ হাজার ১ শত ৭৩ জন ও তৃতীয় লিঙ্গ = ১জন।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এস এম ওবায়দুল্লাহ বাবু ( উড়োজাহাজ ) প্রতীক নিয়ে ১৮ হাজার ৫ শত ৮৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ মো:আনিচুল হক আনিচ ( তালা ) প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২ শত ৩ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনের মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন শামীমা আক্তার বিথী-শিক্ষিকা ( হাঁস ) প্রতীক ।
তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ১৪ হাজার ৭ শত ৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাখি রানী বিশ্বাস (পদ্ম ফুল )প্রতিক নিয়ে ১১ হাজার ৬ শত ৮৩ ভোট পেয়েছেন।
দ্বিতীয় ধাপে তেরখাদা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় বারের মতো সুষ্ঠু অবাধ নিরপক্ষে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিরতী হীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
কেন্দ্রগুলোতে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা ছিল বেশি। বিকালে ভোটারের উপস্থিতি কিছু টা বেশী লক্ষ্য করা গেছে।তবে কোথাও কোন ভোটারদের লম্বা লাইন চোখে পড়েনি।কেন্দ্র গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।যার ফলে ভোট গ্রহণ সুষ্ঠু অবাধ নিরপক্ষে হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।