এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা // খুলনার বহু কাঙ্ক্ষিত এবং স্বপ্নের ভৈরব সেতুর নির্মাণ কাজে অনেকটা গতি আসতে শুরু করেছে। সেতুর দিঘলিয়া অংশে দেয়াড়া ইউনাইটেড ক্লাব সংলগ্ন সরকারি খাস জমিতে ইতিপূর্বে টেস্ট পাইলিং শুরু হওয়া ২৪ নং পিলারের ১০টি পাইল ক্যাপ ঢালাই এর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন লিঃ করিম গ্রুপ
সেতুর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার এস এম নাজমুল প্রতিবেদক দের জানান আগামী ৩০ শে মার্চ বুধবার ২৪ নং পিলারের ১০ টি পাইল ক্যাপের উপর একটি পাইল ক্যাপ কাষ্টিংয়ের সকল প্রস্তুতি আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আগামী ঈদুল ফিতরের পূর্বে ২৫ নং পিয়ারের ১০ টি পাইল ক্যাপ এবং নদীর পশ্চিম পার্শ্বে ১৩ নং পিয়ারের ১০ টি পাইল ক্যাপের উপর একটি পাইল ক্যাপ কাষ্টিংয়ের কাজ আমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। এ লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।
তিনি আরো বলেন, সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার সকল প্রস্তুতি এবং ইকুপমেন্ট প্রস্তুত থাকা সত্ত্বেও ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন না হওয়ার কারণে আমরা কাজে গতি আনতে পারছি না।
ভৈরব সেতুর নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি বলতে সেতুর দিঘলিয়া অংশে ২৪ এবং ২৫ নং পিয়ার এর ১০ টি করে ২০টি টেস্ট পাইলিং এবং টেস্ট পাইল পরবর্তী লোড টেস্ট এর কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল ৩০ মার্চ ২৪ নং পিয়ারের ১০ টি পাইল ক্যাপের উপর একটি পাইল ক্যাপ কাষ্টিংয়ের কাজ হবে। আর সেতুর পশ্চিম পার্শ্বে ভৈরব নদীর তীরে ১৩ নং পিয়ারের ১০ টি টেস্ট পাইলিং এবং লোড টেস্ট এর কাজ সম্পন্ন হয়েছে । একই স্থানে নদীর তীরবর্তী ১৪ নং পিয়ারের শীট পাইলিং ড্রাইভের কাজ এবং কেজিং এর সম্পন্ন হয়েছে ।
২০১৯ সালের ১৭ ডিসেম্বর ভৈরব সেতু নামে প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। এরপর ২০২০ সালের ২৭ জুলাই খুলনা সড়ক ও জনপথ বিভাগ সওজ এর খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভৈরব নদীর উপর সেতু নির্মাণ কাজের দরপত্র আহবান করেন। প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১২ নভেম্বর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ওয়াহিদ কনস্ট্রাকশন লিঃ (করিম গ্রুপ) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভৈরব সেতুর নির্মাণকাজ দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। এর ১৩ দিন পর ২০২০ সালের ২৬ নভেম্বর উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।