রায়হান শরীফ সাব্বির,ঢাকা || বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেলেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি আগামী ১১ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
রোববার (২৬ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির অনুমতিক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে,হাসান মাহমুদ খাঁনকে প্রতিরক্ষা-বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন-২০১৮ অনুসারে ১১ জুন, ২০২৪ তারিখ (অপরাহ্ণ) এয়ার মার্শাল পদবিতে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হলো।
পৃথক এক প্রজ্ঞাপনে বর্তমান বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে ১১ জুন থেকে চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
উল্লেখ্য হাসান মাহমুদ খান ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সর্বশেষ সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিএএফ ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অফিসার কমান্ডিং (এওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব খান ৯ জুলাই ২০০৮ থেকে ২৪ মার্চ ২০০৯ পর্যন্ত এয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউটের অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি ২ টি গুরুত্বপূর্ণ দ্বি-পার্শ্বীয় প্রতিরক্ষা কর্মসূচি তদারকি করেন যেগুলো ছিল – অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর সাথে ইন্দো-প্যাসিফিক ২০২২ এবং ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের সাথে এক্সারসাইজ কোপ সাউথ-২০২২। তিনি ১৯৮৫ সালে বিমান বাহিনীতে তার কর্ম জীবন শুরু করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।