জহিরুল ইসলাম রাতুল || মাদকের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নগরীর দক্ষিণ টুটপাড়ায় রনি সর্দার নামের যুবক খুন হন। হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে আটকের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের ৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,দক্ষিণ টুটপাড়া বাবুল শেখের ছেলে নয়ন (৩০), একই এলাকার মতিয়াখালি রোডের ফরহাদ মৃধার ছেলে মিরাজ মৃধা(২৫) এবং লবণচরা সিমেন্ট ফ্যাক্টরি সড়কের খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (২১)। তাদের কাছে থেকে ১টি ওয়ান শুটারগান (ফায়ারিং পিন সহ), ২ রাউন্ড গুলি এবং ২ টি ছুরি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য জানাতে বুধবার প্রেসব্রিফিংয়ের আয়োজন করে খুলনা সদর থানা পুলিশ।
ব্রিফিংয়ে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও মাদকের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে পূর্ব থেকেই আসামিদের সাথে রনির দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় রনিকে তার বিরোধী পক্ষ গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা করেন। পুলিশ ৩ জনকে আটক করেছে, বাকিদের আটকের চেষ্টা চলছে।
তিনি জানান,আটক নয়নের বিরুদ্ধে ১টি হত্যা মামলা ও মাদকসহ খুলনা থানায় ৪ টি মামলা রয়েছে। আসামি মিরাজের বিরুদ্ধে খুলনা থানায় ৪ টি মাদক মামলা রয়েছে।
প্রেস বিফ্রিংয়ে কেএমপি’র অতি ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান; অতি ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহা.আহসান হাবীব,সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল এবং খুলনা থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন খাঁন উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।