মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটী গ্রামের মিরে পাড়ায় ঘরবাড়ি ভাংচুর ও জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগে কয়রা থানায় সাধারণ ডায়েরি করেন একই গ্রামের মোঃ রুহুল আমিন শিকারীর পুত্র মোক্তার হোসেন। ২৫ শে মে কয়রা থানায় ১১৫৪ নম্বর সাধারণ ডায়রী থেকে জানা যায় যে,মোক্তার হোসেন স্বরবানু নামের এক বিধবা মহিলাকে বিবাহ করেন। স্বরবানু তার স্বামী মোক্তার কে নিয়ে নিজ জায়গা জমিতে থাকিয়া বসবাস করেন। গত ১৭/০৪/২৪ তারিখ দুপুরে স্বরবানুর প্রথম পক্ষের ২ ছেলে আঃ রহিম ও রহমান মিলে স্বরবানুর বসবাস করা ঘর ভাংচুর করে এবং এই জমিতে স্বরবানুর কোন জায়গা পাইবে না বলিয়া দা,লাঠি নিয়ে হুমকি দেয় এবং ঘরের মালামাল ঘর হইতে বাহির করিতে থাকে। উক্ত বসত ভিটা হইতে চলে না গেলে মোক্তার হোসেন ও স্বরবানুকে জবাই করিবে বলিয়া হুমকি দেয়। এ-ই সময় মোক্তারের ঘরে রক্ষিত ১৫,০০০/- টাকা ও মামলা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র তারা নিয়ে যায়।
জিডিতে মোক্তার হোসেন আরও উল্লেখ করেন যে আঃ রহিম ও মোঃ রহমান তাহাদের চাচা ও প্রতিবেশীদের কুপরামর্শে আমার স্ত্রী স্বরবানুকে উক্ত জমি থেকে তাড়ানোর জন্য আঃ রহিম ও রহমান দের দিয়ে এই ষড়যন্ত্র করিতেছে। আঃ রহিম ও রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ ভবিষ্যতে নিরাপত্তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মোক্তার হোসেন।
এ বিষয়ে জানতে আঃ রহিম ও রহমানের বাড়ীতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন এই ডায়েরী সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এ এসআই মাসুদুর রহমানকে বলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে শুক্রবার সকালে কয়রা থানার এ এসআই মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।