খুলনার খবর || খুলনায় অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় মোঃ সিরাজুল ইসলাম,পিতা-মৃত নুর মোহাম্মদ ফকির,সাং-বয়রা বাজার মার্কেট রোড,সোনাডাঙ্গা-খুলনা এর বিরুদ্ধে মামলায় ৫০০০ টাকা অর্থদন্ড ও ০২ বছর ০৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
আদালত সূত্র জানা যায়,খুলনা জেলা শহরের বয়রা এলাকার মোঃ আঃ হাকিমের ছেলে এস এম মাসুদের সঙ্গে ব্যবসার কথা বলে ধার হিসাবে ২০২০ সালে একই এলাকার মৃত নুর মোহাম্মদ ফকিরের ছেলে মোঃ সিরাজুল ইসলাম ফকির ৩২ লাখ টাকা নেয়।এক বছর অতিবাহিত হলেও টাকা ফেরত না দিলে গন্যমান্য কয়েকজন ৩০০ টাকার স্ট্যাম্পে সহি সহ আরো এক বছরের সময় দেওয়া হলে সেসময় টাকা ফেরত না দিয়ে হত্যার হুমকি দেয়।
পরবর্তিতে আপোস মিমাংসার চেস্টা করেও ব্যর্থ হলে ২০২১ সালের নভেম্বরে ৩২ লাখ টাকা আত্মসাৎ এর মামলা করা হয়।ওই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় গত ২৭ মে ২০২৪ইং সোমবার বিজ্ঞ এম এম আমলী আদালত এ রায় দেন।বর্তমানে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ সিরাজুল ইসলাম পলাতক আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।