পুলিশ কমিশনার মহোদয় অপরাধ পর্যালোচনা সভার শুরুতে আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত বিশেষ পুরস্কার সংশ্লিষ্ট অফিসার-ফোর্সদের হাতে তুলে দেন। এছাড়াও কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) জনাব মোঃ নাসিম এ-গুলশান; হরিণটানা থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম; খুলনা থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব নিমাই চন্দ্র কুন্ডু; পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন) জনাব শেখ রবিউল ইসলাম; আরআই, পুলিশ লাইন্স জনাব মোঃ ওলিয়ার রহমান; খুলনা থানার এসআই (নিঃ) সুকান্ত দাশ; এসআই(নিঃ) এইচ এম শহিদুল ইসলাম; এসআই (নিঃ) মোঃ খালিদ উদ্দিন; এসআই (নিঃ)মোঃ ফয়জুল ইসলাম; সোনাডাঙ্গা মডেল থানার এসআই(নিঃ) দীপক কুমার পাল; এসআই(নিঃ) আশরাফুল আলম; এসআই(নিঃ) হাসানুজ্জামান এসআই(নিঃ) মুক্তা বিশ্বাস; লবণচরা থানার এসআই(নিঃ) প্রদীপ বৈদ্য; এসআই(নিঃ) মোঃ আব্দুর রহিম; হরিণটানা থানার এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম; খালিশপুর থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা; দৌলতপুর থানার এসআই (নিঃ) সুবর্ণা রানী পাল; এসআই(নিঃ) মোঃ মিকাইল হোসেন; এসআই(নিঃ) অনাদি বিশ্বাস; এসআই(নিঃ) বদিউর রহমান; এসআই(নিঃ) আলিমুজ্জামান; খানজাহান আলী থানার এএসআই(নিঃ) তুহিন মিয়া; খানজাহান আলী থানার এসআই(নিঃ) অয়ন তীর্থ পাইক; এসআই(নিঃ) কামরুল হুদা নাঈম; গোয়েন্দা বিভাগের এসআই(নিঃ) মোঃ সিরাজুল ইসলাম; এসআই(নিঃ) মোঃ সেলিম হোসেন; এসআই(নিঃ) মোঃ শরিফুল ইসলাম; অপরাধ শাখার এসআই(নিঃ) এস.এম. সাহাদত; সিটিএসবি এসআই(নিঃ) মোঃ রবিউল ইসলাম; সার্জেন্ট সজীব কুমার সাহা; টিএসআই মোঃ রিপন রানা; সার্জেন্ট রেকসনা খাতুন-বিপিএম; টিএসআই মোঃ আলমগীর হোসেন; সার্জেন্ট দিলীপ বিশ্বাস; টিএসআই সৈয়দ সেলিম আলী; টিএসআই মোঃ রেজাউল করিম; সার্জেন্ট সুকান্ত মল্লিক; সার্জেন্ট চন্দন কুমার দাস; টিএসআই মোঃ রেজাউল হক; এসএএফ শাখার এসআই(সঃ) মোঃ আব্দুস সামাদ; খালিশপুর থানার এএসআই(নিঃ) মোঃ কামাল হোসেন; দৌলতপুর থানার এএসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন; এএসআই (নিঃ) মোঃ আলমগীর খান; গোয়েন্দা বিভাগের এএসআই(নিঃ) কাজল কুমার দাস; সিটিএসবি এএসআই(নিঃ) মোঃ হারুন অর রশিদ; প্রসিকিউশন বিভাগের এএসআই(নিঃ) মোঃ ইমাদুল ইসলাম; পিওএম বিভাগ এএসআই(সঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন; বিভাগ নায়েক মোহাম্মদ নুরুল ইসলাম; কেন্দ্রীয় অস্ত্রাগারের নায়েক মোঃ মেসকাতুজ্জামান; হিসাব শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জসিম উদ্দিন; সদর বিভাগের সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর মোঃ নাজিম উদ্দিন; পুলিশ কমিশনার অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আব্দুল্যাহ আল-বুখারী; রেশন স্টোরের সহকারী মোঃ তৌফিক হোসেন; প্রসিকিউশন বিভাগের নারী কনস্টেবল প্রতিভা ঘোষ; হরিণটানা থানার কনস্টেবল মোঃ পারভেজ আহম্মেদ; সিটিএসবি কনস্টেবল মোঃ আবু হোসেন; পুলিশ কমিশনার অফিসের কনস্টেবল হুসাইন আহমাদ; প্রসিকিউশন বিভাগের কনস্টেবল চিন্ময় কুমার কুন্ডু; হিসাব শাখা কনস্টেবল মোঃ মাহবুবুর রহমান; এসএএফ শাখার কনস্টেবল মোঃ শাকিব হোসেন; কনস্টেবল মোঃ রাকিবুজ্জামান রনি; কনস্টেবল মোঃ নাজমুল ইসলাম; লাইনওআর নারী কনস্টেবল মোসাঃ ফারজানা খাতুন; কনস্টেবল আল মাসুদ হাসান; ইএন্ডডি শাখা কনস্টেবল মোঃ আল-মামুন; বেতার শাখার কনস্টেবল ফকির মোঃ শামীম ইসলাম; কন্ট্রোল রুম কনস্টেবল মোঃ আবুল কালাম আজাদ; উত্তর বিভাগের কনস্টেবল মোঃ হৃদয় আলী; রেশন স্টোরের কনস্টেবল পলাশ কুমার সরকার; কনস্টেবল মোঃ শহীন আলী সিকদার; অভ্যর্থনা শাখা সদরদপ্তর নারী কনস্টেবল তাসমিয়া আক্তার কবিতা; মিডিয়া শাখার ক্যামেরাম্যান কনস্টেবল মোঃ সাজ্জাতুল জুম্মা; কেন্দ্রীয় অস্ত্রাগারের কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম’দেরকে সরকারি দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের জন্য তাদেরকে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।
এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন