খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় মানববন্ধন
মনির খান,স্টাফ রিপোর্টার || খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাওন তালুকদার হত্যার বিচার ও মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) বিকাল ৫টার দিকে শিববাড়ি এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার (৫ জুন) মধ্যরাতে নগরীর জোড়াগেট এলাকায় শাওন তালুকদারকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৫নং ঘাট এলাকার বাসিন্দা রাকিবকে প্রধান আসামি করে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।হত্যাকান্ড সংগঠিত হওয়ার ৬ দিন পার হলেও পলাতক রয়েছেন প্রধান আসামি রাকিবসহ অন্যান্যরা।
এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসুচী পালন করেন নিহতের পরিবারসহ কয়েক’ শ এলাকাবাসী। মামলার প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন থেকে পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়।
উল্লেখ্য,খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাওন তালুকদার (২৪) নামে যুবক নিহত হয়েছে। গত বুধবার (৫ জুন) মধ্যরাতে নগরীর জোড়াগেট এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত শাওন জোড়াগেট এলাকার একটি বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। তিনি ওই এলাকার বাচ্চু তালুকদারের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বুধবার রাতে শাওনসহ কয়েকজন জোড়াগেট এলাকার একটি দোকানের সামনে দাড়িয়ে কথা বলছিল। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চার থেকে পাঁচজন শাওনকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন শাওনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।