নিজস্ব প্রতিবেদক || গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে পাঁচ জন মাদক কারবারিকে ৬০০ গ্রাম গাঁজা এবং বেশ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উক্ত মাদক কারবারিরা হলো ১) মোঃ হালিম তালুকদার(৪৫), পিতা-শাহজাহান তালুকদার, সাং-মফস্বল মোড়, থানা-খালিশপুর; ২) মোঃ একরাম হোসেন বাপ্পী(২৩), পিতা-মোঃ ওসমান হোসেন, সাং-এস লাইন, এস-৯৮, হাইজিং স্টেট, থানা-খালিশপুর; ৩) মোঃ সাকিবুল হাসান সেকু(২৪), পিতা-মোঃ নেছার উদ্দিন, সাং-বঙ্গবাসি, থানা-খালিশপুর; ৪) মোঃ মিলন শেখ(২৬), পিতা-মৃত: আজিবর শেখ, সাং-মশিয়ালী মধ্যপাড়া, থানা-খানজাহান আলী এবং ৫) হাসিবুর রহমান রাতুল(২৮), পিতা-আবু সাঈদ বাবু, সাং-ধলবাড়িয়া, থানা-কালীগঞ্জ, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-পিটিআই মোড়, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।