চীফ রিপোর্টার|| খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে’র দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২৫ এ সম্রাট-মহেন-জাহিদ পরিষদ বিজয়ী হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে সাঈদুজ্জামান সম্রাট ৫৯ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্র নাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমল সাহা পেয়েছেন ৩ ভোট। সহসভাপতি দুটি পদে কাজী শামীম আহমেদ ৫১ ভোট ও মো. আমিরুল ইসলাম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম নুর হাসান জনি ৩ ভোট, শামীম আশরাফ শেলী শূন্য ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম ফরিদ রানা ৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলীপ বর্মন পেয়েছেন ২ ভোট। দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল মাহামুদ প্রিন্স পেয়েছেন ৩ ভোট। প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. হেলাল মোল্লা পেয়েছেন ৫ ভোট।
নির্বাহী সদস্য ৩টি পদে নেয়ামুল হোসেন কচি ৫৮ ভোট, শেখ লিয়াকত হোসেন ৫২ ভোট, উত্তম কুমার সরকার ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. হুমায়ুন কবীর ১ ভোট, আলমগীর হান্নান ৪, এস এম কামাল হোসেন ১, মো. হাসানুর রহমান তানজির পেয়েছেন শূন্য ভোট।
নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সভাপতি মো. মুন্সি মাহাবুব আলম সোহাগ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মো. হেদায়েৎ হোসেন মোল্লা ও কেইউজে’র সদস্য হাসান আল মামুন।
নির্বাচনে ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন ভোট গণনা করেন। ১২৬ জন ভোটারের মধ্য ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গননা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।
খুলনা সাংবাদিক ইউনিয়নের একটি পক্ষ নির্বাচন বর্জন করেছিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।