মাগুরা প্রতিনিধি || মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্রের হত্যাকাণ্ডের মূল আসামিসহ তীর্থের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে একটি বাড়ির রান্নাঘর থেকে মোটরসাইকেলটি উদ্ধার হয়।
গ্রেপ্তার হওয়া আমান তীর্থের বন্ধু। তার বাড়ি শহরের ঋষি পাড়া এলাকায়। ঘটনার দিন তীর্থের বাড়িতে গিয়েছিল আমান। পরবর্তীতে রাত আটটার পরে আমান অন্যদের সহযোগিতায় তীর্থকে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বের হোসেন জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা প্রথমে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে নিহত তীর্থের বন্ধু আমানকে গ্রেপ্তার করি। পরে সিসিটিভি ফুটেজ দেখে তীর্থ হত্যাকাণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই। একই সাথে আমানের স্বীকারোক্তি অনুযায়ী মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে আমানের খালার বাড়ির একটি রান্নাঘর থেকে নিহত তীর্থের মোটরসাইকেলটি উদ্ধার হয়।
উল্লেখ্য, সোমবার (১ জুলাই) রাতে শহরের পুরাতন বাজার এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধুর সাথে বেরিয়ে যায় রুদ্র। তারপর থেকে সারা রাত তার খোঁজ মেলেনি।
পরদিন সকালে শহরের দরি মাগুরা এলাকার একটি পুকুর পাড় থেকে তীর্থ রুদ্রের লাশ উদ্ধার হয়। তীর্থ রুদ্র মাগুরা আদর্শ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।