খুলনার খবর || খুলনা ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (৮ জুলাই) দুপুরে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুটি টিম নগরীর রায়ের মহল এলাকায় তারা বিশ্বাসের অফিসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।
এসময় খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী মো. আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসের অস্ত্রের লাইসেন্স, লাইসেন্স করা শটগান, ৫৭ রাউন্ড গুলি, ৯ রাউন্ড গুলির খোসা, একটি খেলনা পিস্তল ও রিভলভার সদৃশ্য গ্যাস লাইটার জব্দ করেছে পুলিশ।গতকাল সোমবার (৮ জুলাই) তারা বিশ্বাসের মালিকানাধীন ‘বিশ্বাস প্রপার্টিজের’ অফিস থেকে এগুলো জব্দ করা হয়।
ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে জেলা ও মেট্রোপলিটন পুলিশের দুটি টিম দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত তারা বিশ্বাসের অফিসে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করে ডুমুরিয়া থানায় নিয়ে যায়।
এর আগে দুপুর ১২টায় একই অফিস থেকে তারা বিশ্বাসকে আটক করে জেলা ডিবি পুলিশ। ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যা মামলায় তাকে আটক করা হয়।
এর আগে ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবিকে হত্যার পর রোববার (৭ জুলাই) রাতে নিহতের স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।এরপর তারা বিশ্বাসকে আটক করা হয়।
উল্লেখ্য, আটক তারা বিশ্বাস কিছুদিন আগে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।