শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি || অবশেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কপিলমুনি ধান্য চত্বর উন্মক্ত হলো।বুধবার সকাল ১১টায় পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামীমের নেতৃত্বে কপিলমুনি ধান্য চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় শহিদুল ইসলামসহ ৩ জন ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা ও কাঁচামাল ব্যবসায়ী শুভ্রনাথকে ৫ শত টাকা জরিমানা করেন।পাশাপাশি কপিলমুনি ধান্যচত্বরের জায়গা উন্মক্ত করেন। অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রয়ের জন্য কপিলমুনি কাঁকড়া পট্রিতে অবস্থিত কপিলমুনি হোটেল,মামা ভাগ্নে হোটেল ও মুসলিম হোটেল মালিকদেরকে প্রাথমিক ভাবে সর্তক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কপিলমুনি পুলিশ ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্জয় কুন্ডুসহ সর্ঙ্গীয় ফোর্স, কপিলমুনি ভূমি অফিসের তহশীলদার কামাল হোসেন, ভ্রাম্যমাণ আদালতের পেসকার মোঃ জিয়াদুল্লা,পাইকগাছা উপজেলা সার্ভেয়ার কওছার আহমেদ,ভূমি অফিস সহকারী নাজমুল হোসেন লিথুসহ স্থানীয় সাংবাদিক ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।