শরিফুল ইসলাম || কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খুলনায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ভোর থেকেই জেলার বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা নগরীর জিরো পয়েন্টসহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।
এদিকে, নগরীর শিববাড়ী মোড় ও নতুন রাস্তার মোড়ে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি অত্যাধুনিক সাজোয়াঁ যান মোতায়েন থাকতে দেখা গেছে। মূলত এই তিনটি পয়েন্টে কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন।
কোটা সংস্কারের এক দফা দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে অবরোধ করেছে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সকাল থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। অবরোধের কারণে শিববাড়ি মোড়ে খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ি থেকে সোনাডাঙ্গা, ময়লাপোতা, রূপসা সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চাই’,আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’,,‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।
আন্দোনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যোক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। হত্যা করা হয়েছে আন্দোলরত শিক্ষার্থীদের। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়া হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছেন৷ তাদের রক্ত ঝড়েছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই।
এদিকে আজ দুপরের পর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিববাড়ি এলাকায় কোন সাংবাদিকদের ঢুকতে বাধা প্রদান করছে।তারা বলছেন,সরকার সারাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে,আমরাও সকল নিউজ বন্ধ করে দিলাম।পাশাপাশি খুলনা রেলস্টেশন থেকে দুপুরে ছেড়ে যাওয়া ট্রেনটি আটকাতে রেলস্টেশন অভিমুখে রওনা দেয় শিক্ষার্থীরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।