শরিফুল ইসলাম,খুলনা || সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের জের ধরে টানা কয়েকদিনের সহিংসতা এবং এরপর কারফিউতে খুলনার জনজীবনে নানা ধরনের প্রভাব পড়েছিলো, ভোগান্তিতে পড়েছিল অসংখ্য মানুষ।
বড় ছোট বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ কমে আসার কারণে দাম বেড়ে যায় এসকল নিত্যপন্যের, শহরজুড়ে ঔষধের যোগান কমে আসার পাশাপাশি পরিবহন বন্ধ থাকার প্রভাব পড়তে শুরু করেছে মানুষের দৈনন্দিন জীবনে।
এমনকি কয়েকদিন ইন্টারনেট না থাকায় মোবাইল ব্যাংকিং অচল হয়ে পড়ার কারণে বিপাকে পড়েছিলো বিদ্যুতের হাজার হাজার প্রিপেইড মিটার ব্যবহারকারী।বিদ্যুৎ অফিসের সামনে ভিড় করতে দেখা গেছে শত শত মানুষকে।
পন্যবাহী পরিবহন গুলো চলাচল করতে না পারায় খুলনার সবজি বাজার, মাছের বাজার,সহ নিত্য প্রয়োজনীয় পন্যের সংকট দেখা দেয়।ভোগান্তিতে পড়ে যায় খেটে খাওয়া, নিম্ন আয়ের মানুষ।
খুলনায় গত শুক্রবার রাত থেকে জারি করা কারফিউ আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত বাড়ানো হয়েছে।সকাল ৬টা থেকে কারফিউ শিথিল থাকবে রাত ৮টা পর্যন্ত।এরই মধ্যে অফিস-আদালত খুললেও নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। টানা পাঁচদিন ইন্টারনেট বন্ধ থাকার পর আবার সীমিত আকারে চালু হয়েছে।
এখনো পর্যন্ত খুলনার কোন প্রাথমিক,মাধ্যমিক,কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলেনি।স্বাভাবিক ছিলো জনজীবন,কোন প্রকার দাঙ্গা-হাঙ্গামা হওয়ার খবর মেলেনি।কারফিউ শিথিলে ধীরে ধীরে খুলনার জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।