নিউজডেস্ক || বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকালিস্ট, সুরকার ও গীতিকার শাফিন আহমেদ আর নেই।
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি…….রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য সাফিনের ভাই মানাম আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুর কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের বরাত দিয়ে মানাম আহমেদ জানিয়েছেন, শাফিনের বড় ধরনের হার্ট অ্যাটাক হয়।সেইসাথে তিনি কিডনি জটিলতায়ও ভুগছিলেন। তার পেসমেকার বসানো হয়েছিল।এবারে তৃতীয় অ্যাটাকটি হলে যুক্তরাষ্ট্রের হাসপাতালে তার হৃদপিণ্ডে স্টেন্ট বসানো হয়। সাথে তার কিডনি জটিলতা থাকায় ডায়ালাইসিসও চলছিল।
তবে অক্সিজেন স্যাচুরেশনও কমে আসতে থাকায় তার শরীরের প্রত্যঙ্গগুলো একে একে অকার্যকর হতে শুরু করে।এভাবে পরিস্থিতির অবনতি হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।সকাল সাড়ে ছয়টার পর তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।