অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হলো মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।
রবিবার(২৮’ই জুলাই) দুপুর ১২’টায় মেরিন ড্রাইভ সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র বলেন, আমাদের মোংলা উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছাস’সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম পরিচালিত হয়।
তিনি আরও বলেন,পৌরসভার মেরিন ড্রাইভ, শহীদ মিনার, ঈদগাহ ও পানি সরবরাহ প্রকল্পে মোট ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান। আরও উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃঞ্চ সাহা, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আল আমিন গাজী, মহিলা কাউন্সিলর শিউলি আক্তার, জাহানারা হোসাইন চানু’সহ অন্যান্য পৌর কাউন্সিলররা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।