মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া কোটা আন্দোলনে, গত পাঁচ দিনে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বেনাপোল বন্দর ও ভারতে মধ্যে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ফলে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে দেড়শ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
২৮শে জুলাই রবিবার বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খাইরুজ্জামান মধু এ তথ্য জানান।
গত ২০ শে জুলাই শনিবার থেকে ইন্টারনেট সার্ভার বিকল হওয়ায়, ভারত বাংলাদেশের মধ্যে সকল আমদানি,রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই সময়ে রপ্তানি পণ্য বোঝাই শত,শত ট্রাক আটকা পড়ে।
গত বৃহস্পতিবার ২৫ শে জুলাই থেকে ইন্টারনেট সেবা চালু হলে, ভারতের পেট্রোপোল বন্দর থেকে পন্যবাহী ট্রাক আসতে শুরু করাই, বেনাপোল বন্দরে কার্যক্রম স্বাভাবিক হতে থাকে। ভারত থেকে আসা পণ্য বাহি ট্রাক চালক শ্রী কমলেন্দু সেন জানান, ইন্টারনেট সেবা চালু হওয়ায়, পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করতে পেরেছি। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় হাজার, হাজার ট্রাক দাড়িয়ে ছিল। সি এন্ড এফ ব্যবসায়ীরি জানান, সীমিত পরিসরে ইন্টারনেট সচল হওয়ায় বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। তা আবার ধীরগতিতে। ইন্টারনেট সেবা স্বাভাবিক না হলে পুরোদমে ব্যবসা হওয়ার সুযোগ নেই। আমদানি কারক সোহেল রানা জানান, গত কয়েকদিনে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত কয়েকদিনে হঠাৎ বন্দর বন্ধ হয়ে যাওয়ায় হাজার, হাজার ট্রাক আটকা পড়ে।
ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মতিয়ার রহমান জানান,ভারত থেকে দিনে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ৬০০ ট্রাক আমদানি ও ২০০ ট্রাক পন্য রপ্তানি করা হয়ে থাকে। পণ্য আমদানি থেকে দিনে সরকারের রাজস্ব আসে প্রায় ৩০ কোটি টাকা। গত পাঁচ দিন বন্ধ থাকায়, সরকারের ১৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।
বন্দর পরিচালক রেজাউল করিম জানান,ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় সার্ভার বিকাল হয়ে পড়ে।এ সময়ে সকল আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায়, বন্দরেও স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইন্টারনেট সেবা চালু হওয়ায়,বন্দরে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।