মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ||
খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ১১ টায় র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস,পাইকগাছা মৎস্য গবেষণা ও লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.লতিফুল রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণপদ বিশ্বাস,কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ,পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল,সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন,ইউপি কাওসার জোয়াদ্দার চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ও আব্দুস ছালাম কেরু,ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ অনন্য সরকারি কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চিংড়ী ও মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন খাত অনুযায়ী পুরস্কৃত করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।