কয়রা (খুলনা)প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পল্লী চিকিৎসকের হাতে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম আর হাসান কয়রা থানায় সাধারণ ডায়েরি করেন তার জিডি নম্বর ২২৩ ।
ডায়েরি ও স্হানীয়দের কাছ থেকে জানা যায়,
খুলনার কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের
লতিফ হাওলাদার ছেলে পল্লী চিকিৎসক খলিলুর রহমান বর্তমানে তিনি নারাণপুর বাজারের পাশে নিজ বাড়ীতে ও বাগালী লঞ্চঘাটে এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের একশরা বাজারে চেম্বার খুলে সাইনবোর্ডে ডি এম এফ,এলএমএএফপি,কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ডিগ্রি ধারী মেডিসিন,এ্যাজমা,বাত ব্যাথায় অভিজ্ঞ সাইনবোর্ডে লিখে পল্লী চিকিৎসক খলিলুর রহমান চিকিৎসা দিয়ে আসছে। এমন কি সোস্যাল মিডিয়ায় এক ভিডিওতে দেখা যায় যে এ-ই পল্লী চিকিৎসক খলিলুর রহমান নাকের ভিতর কেঁচি দিয়ে খুচাচ্ছেন এবং নিজের মুখে তিনি বলছেন একশরা বাজারে ডাঃ মোঃ খলিলুর রহমানের চেম্বারে নাকের পলিপাস বিনা অপারেশন ভালো করা হয়। জি ডি থেকে জানা যায় খলিলুর রহমান তিনি প্রায় গ্রামের মানুষ কে ভুল চিকিৎসা প্রদান করে আসছেন এ বিষয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম আর হাসান একাধিকভাবে মৌখিকভাবে সাবধান করলে খলিলুর রহমান কথার কোন কর্নপাত না করে তাহার ভুল চিকিৎসার কার্যক্রম পরিচালনা করতে থাকে।
একপর্যায়ে খলিলুর রহমানের সহিত ডাঃ এম আর হাসানের মধ্যে মনোমালিন্য ও শত্রুতার সৃষ্টি হয় এবং বিভিন্ন ভাবে ডাঃ হাসানকে ভয়ভীতি ও হুমকি হামকি প্রদর্শন করেন খলিলুর রহমান ।
পল্লী চিকিৎসক খলিলুর রহমান অনুমান ০৩ মাসের গর্ভবর্তী তার আত্মীয় নারীকে এমএমকিট খাওয়াইয়া সন্তান নষ্ট করেন। তিনি অসুস্থ হয়ে ভুল চিকিৎসার শিকার হয়ে গত ৪ জুন রাত ১১টার দিকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
রাত্র অনুমান ১২:২০ ঘটিকার সময় পল্লী চিকিৎসক খলিলুর রহমানকে উক্ত কার্যের ভুল চিকিৎসার প্রতিবাদ করেন ডাঃ এম আর হাসান। তখন খলিলুর রহমান ডাঃ এম আর হাসান কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে জায়গীর মহল হাসপাতালের ভিতরে হাত দিয়ে কিল ঘুষি মারে এবং স্বজোরে ধাক্কা দিয়ে আঘাত করে।পল্লী চিকিৎসক খলিলুর রহমান ডাঃ হাসানকে বলেন একা পাইলে কিভাবে উক্ত হাসপাতালে চাকরী করি দেখে নিবে সহ জীবন নাশের ভয়ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে।
ডাঃ এম আর হাসান বলেন,উক্ত পল্লী চিকিৎসক দ্বারা আমার যে কোন সময় যে কোন বড় ধরনের ক্ষতি হওয়ার সমূহ সম্ভবনা রহিয়াছে। সে জন্য তিনি বিষয়টি ভবিষ্যতের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী করে তার সাথে এমন ঘটনার বিচার দাবি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।