তেরখাদা প্রতিনিধি,খুলনা || আজ বুধবার (৩১ জুলাই)খুলনা জেলার তেরখাদা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে এক র্যালি,আলোচনা সভা,মৎস্য পোনা অবমুক্ত করন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুম এ্যাপে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার বিথী,থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার তানিয়া রহমান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার প্রিয়াঙ্কার কুন্ডু,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোাহাম্মদ গোলাম মোস্তফা,একাডেমিক সুপার ভাইজর সাহেলা সুলতানা।
এর আগে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।