যশোর প্রতিনিধি || শিক্ষার্থী হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশ করেছে। আজ শনিবার (৩ আগস্ট) শহরের পালবাড়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেয়।
এ সময় ‘এক দফা এক দাবি’ শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে স্লোগানে মুখরিত করে আন্দোলনকারীরা। মিছিল চলাকালে রাস্তার দুই ধারের সাধারণ মানুষ তাদের করতালি দিয়ে স্বাগত জানায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।এসময় বৃষ্টি উপেক্ষা করে শত শত অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
বিশাল গণজমায়েতে সংগঠকদের পক্ষ থেকে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, ইমরান খানসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।