খুলনার খবর || খুলনার শঙ্খ মার্কেট এলাকায় রোববার বেলা ১২টার দিকে ছাত্র-জনতার সাথে আওয়ামীলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এঘটনায় নগরীর হাদিস পার্ক সংলগ্নে অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনরত ছাত্র-জনতা।
জানা যায়,সকাল সাড়ে ১০ টার দিকে শঙ্খ মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের ধাওয়া করে।শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা। এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ ও গুলির শব্দ শোনা যায়।পরে সেখান থেকে গুলিভর্তি ম্যাগাজিন ও শর্টগানের গুলির খোসা উদ্ধার করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে যায়। আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয় হয়।মুহুর্তের মধ্যে ডাকবাংলা,পিকচার প্যালেস মোড়,থানার মোড় এলাকা ফাঁকা হয়ে দখলে চলে যায় আন্দোলনরত শিক্ষার্থীদের।এবং সেখানে তারা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
এছাড়াও জানা গেছে, খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারকে পিটিয়ে জখম করা হয়েছে।এছাড়াও যমুনা টিভির প্রতিবেদকের গাড়িসহ ৪টি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
পাশাপাশি নগরীর শিববাড়ি,তেতুলতলা মোড়,পাওয়ার হাউজ,নিউমার্কেট এলাকায় রাস্তায় আগুন ধরিয়ে দেয়।এসময় সংবাদ সংগ্রহকালে সব ধরনের গনমাধ্যম কর্মীদের ভিডিও বা সরাসরি সম্প্রচারে বাঁধা দেয়।এবং অনেককে লাঞ্চিত করে সেখানে থেকে ভুয়া ভুয়া শ্লোগান দিয়ে বের করে দেয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।