খুলনার খবর || খুলনা নগরীর শেরে বাংলা সড়কে অবস্থিত শেখ বাড়ি হিসেবে পরিচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও শেখ সালাহউদ্দিন জুয়েলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল থেকে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।
অপরদিকে নগরীর শঙ্খ মার্কেটের দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় আহত হন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এবং নগর যুবলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন।পরে আহতদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা আইসিইউতে আছে।
রোববার দুপুরে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে নগরীর শেরে বাংলা রোড়ের শেখ বাড়ির সামনে গিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। বাড়ির সামনে কোন পুলিশ সদস্য বা নেতাকর্মী ছিল না। একপর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।পড়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।বিকাল পৌনে তিনটার দিকে আগুন নিভে গেলে বেশ কিছু পুলিশ ও এপিবিএন এর সদস্যরা বাড়িতে আসেন।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা জানান,আহত আওয়ামী লীগ নেতা বাবুল রানা ও যুবলীগ নেতা সুজনের অবস্থা গুরুতর। তাদের মাথাসহ শরীবের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে। কর্তব্যরত চিকিৎসরা তাদের দ্রুত আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।