বাগেরহাট প্রতিনিধি || সরকার পতনের ১দফা দাবিতে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে তিন সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রবিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সরকার দলীয় কিছু লোক বাধা প্রদান করলে শুরু হয় সংঘর্ষ। এ সময় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা। পরে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে আবারো শুরু হয় সংঘর্ষ।পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাগেরহাট অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পৌনে এগারোটার দিকে কিছু দুষ্কৃতকারী ডিসি অফিসের সামনে সমবেত হয়। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখনো পর্যন্ত কোন হতাহত ও আটকের সংবাদ পাওয়া যায়নি বলে তিনি জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।