খুলনার খবর// বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের প্রবীণ নাট্যশিল্পী এস এম মতিউর রহমান (৮৬) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।এছাড়া হার্ট ও কিডনিতেও সমস্যা ছিল। মাসখানেকের মতো অসুস্থ ছিলেন।
খুলনার আলামিন মহল্লার তার বাসভবন সংলগ্ন আলামিন মসজিদ প্রাঙ্গনে বাদ জোহর জানাজার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
খুলনা বেতারের স্পেশ্যাল গ্রেডের নাট্যকার, নাট্যশিল্পী ও নাট্য প্রযোজক ছিলেন মতিউর রহমান।মতিউর রহমান বিশিষ্ট বেতার ও মঞ্চ নাট্যশিল্পী, নাট্য নির্দেশক ও প্রযোজক, বেতার নাট্যকার-নাট্যশিল্পী সংসদ, খুলনা আঞ্চলিক পরিষদের অন্যতম উপদেষ্টা ছিলেন।তার মৃত্যুতে বেতার নাট্যকার নাট্যশিল্পী সংসদ (বেনানাশিস) পরিবার গভীরভাবে শোকাহত।
এদিকে নাট্যশিল্পী এস এম মতিউর রহমান মতির মৃত্যুতে খুলনার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মতিউর রহমান মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।