নিজস্ব প্রতিবেদক || হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুট, মন্দির ভাঙচুর, ঘের দখল ও বিশৃঙ্খলা করলে সে দলের যে পর্যায়ের নেতাকর্মী হোক না কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক,ছাত্রনেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
আজ শুক্রবার (৯ আগস্ট) বিকালে বাগেরহাট জেলার রামপাল উপজেলার গৌরম্ভা বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীনভাবে নতুন করে ফিরে পেয়েছি, তাই কষ্ট করে পাওয়া এ স্বাধীনতাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। অন্যদিকে তিনি বলেন, দেশে সবেমাত্র অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, তাই এই সময়ে যদি কোন কুচক্রী মহল বা আমাদের বিএনপি’র কোন নেতাকর্মীরাও যদি হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির সহ যেকোনো লোকের উপর অন্যায় অবিচার করে জুলুম করে তাহলে কাউকেই ছাড় হবে না। বিশৃঙ্খলার সাথে জড়িত প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলেও জানান তিনি। এ সময় সমাবেশে উপস্থিত থাকা, হিন্দু সম্প্রদায়ের লোকেরা কৃষিবিদ শামিমুর রহমান শামীমের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন,কৃষিবিদ শামিমুর রহমান শামীম যেভাবে আমাদের রামপাল-মংলার হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নজর রাখছেন তার জন্য আমরা চির কৃতজ্ঞ। আর তার জন্য আমাদেরএখানে কোন হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কৃষিবিদ শামিমুর রহমান শামীম, হিন্দু সম্প্রদায়ের লোকদের ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে গৌরম্ভা বাজারস্ত মন্দির পরিদর্শনে যান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।