অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের মোংলার বাংলালিংক অফিস থেকে একটি তহ্মক উদ্ধার।গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বাগেরহাটের মোংলা উপজেলার পৌর এলাকার ১নং পাকা জেটি সংলগ্ন বাংলালিংক অফিস থেকে একটি তহ্মক উদ্ধার করেন, বাংলালিংক অফিস মোংলা শাখার ম্যানেজার শেখ ফজলুল রশিদ।
শেখ ফজলুল রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে জানালার পাশে তহ্মক দেখতে পাই আমি একটি লেটের মাধ্যমে আটকে ফেলি পরে ৯৯৯ নম্বরে কল করে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমি জানি এই প্রাণী নিয়ে অনেক গুজব ছড়ানো হয় তাই আমি সাথে সাথে ৯৯৯ নম্বরে কল করে সহযোগীতা চাই।
তহ্মকটি উদ্ধার কাজে বণ্য প্রাণী পরিদর্শক, আবদুল্লাহ আস সাদিক এর নির্দেশে বণ্য প্রাণী ফরেনসিক বিভাগের প্রশিহ্মণ প্রাপ্ত ভলেন্টিয়ার সাংবাদিক শেখ রাসেল এগিয়ে আসেন।
তহ্মকটি উদ্ধার করে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরের কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে তহ্মকটিকে সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।