এম.কে.জামান সুমন,ঢাকা প্রতিনিধি // রাজধানী ঢাকার একটি কারখানায় ভয়াবহ আগুন লেগে ৫০/৬০ লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে, নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
আজ বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল, মুসলিম নগর এলাকার একটি কার্টুন তৈরির কারখানায় ভোর আনুমানিক ৩.৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ডেমরা থানার ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সাথে এলাকার লোকজন ও কারখানার লোকজন একযোগে কাজ করে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৩.৫০ মিনিটে সেহেরির সময়ে কারখানার অভ্যন্তরে থাকা একজন সিকিউরিটি থেকে আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। পাশ্ববর্তী ডোবা থেকে পানির সাপোর্ট পাওয়ায় প্রায় ২.৩০ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছুটা সময় লাগে। কাগজের কার্টুন তৈরির টিনের সেডের কারখানা হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার ভিতরে আগুন নিভানোর তেমন কোন সরঞ্জাম দেখা যায় নি।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা থেকে প্রাথমিক ভাবে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর আসল কারণ জানা যাবে। জানা যায় ৪ জনের যৌথ মালিকানা ভাড়া এই কারখানায় আগুনে পুড়ে এর প্রায় ৫০/৬০ লক্ষ টাকার ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। স্থানীয় মোঃ তারেক উক্ত কারখানার প্রকৃত মালিক। তিনি কারখানাটি ভাড়া দিয়েছেন। উল্লেখ্য কারখানার আশেপাশে বেশ কয়েকটি কার্টুন কারখানা ও ছাপাখানা রয়েছে। এটি একটি আবাসিক এলাকা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।