খুলনার খবর || খুলনার ৩১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাবুল কাজীকে হত্যার অভিযোগ মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ও উপ-পরিদর্শক মো. মনিরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) নিহতের স্ত্রী ফাতেমা বেগম এ মামলা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিচুর রহমান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত।
জানা যায়, ২০২১ সালের ২৯ মার্চ খুলনার কেডি ঘোষ রোড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হন নগরীর ৩১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. বাবুল কাজী। তাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন পর মৃত্যু হয় তার। এ হত্যাকাণ্ডের তিন বছর পর মামলা করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।