নড়াইল প্রতিনিধি || ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর যেসকল চৌকস অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করা হয় সে সকল হত্যাকান্ডে বিচার, চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য পরিবারবর্গের উদ্যোগে শহরের আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ।
পরে তারা নড়াইল জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন। এ সময় প্রায় অর্ধশতাধিক চাকরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।