চীফ রিপোর্টার || রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১২ তলা ভবনের আট তলায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পরিপূর্ণ নির্বাপনের কাজ চলছে। ভবন থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সোয়া দশটার দিকে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি ধানমন্ডির পাঁচ নম্বরে ১২তলা ভবনের আটতলায় আগুন লেগেছে। এরপর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।