শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি || বিভিন্ন সংবাদপত্রের প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন কপিলমুনির সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু।গতকাল নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।
এ সময় লিখিত বক্তব্যে তিনি জানান,গত ১৯শে আগস্ট দৈনিক যুগান্তর, দৈনিক সময় খবর,ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় বন্ধের পথে কপিলমুনি ঐতিহ্যবাহী বাজার চাঁদা ছাড়া দোকান খুলতে পারছেনা ব্যবসায়ীরা শিরোনাম যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রকাশিত সংবাদে আমাকে ও আমাদের নেতাকর্মীদের জড়িয়ে যে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লিখিত বক্তব্যে তিনি জানান,কতিপয় কুচক্রী ব্যক্তিরা আমার জনপ্রিয়তা ও রাজনৈতিক দক্ষতায় ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এহোনো অপপ্রচারে লিপ্ত রয়েছে। জাল টেনে হাজার হাজার মন চিংড়ি মাছ মারার যে কল্পকাহিনী তুলে ধরা হয়েছে তা আদৌ সত্য নয়। সংবাদের একাংশে লেখা হয়েছে কপিলমুনি বাজারের বেশ কিছু দোকান দখল ও লুটপাটে কথা। লুটপাট হয়েছে সত্য কিন্তু লুটপাট ও চাঁদা নেওয়ার বিষয় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। জনৈক ফারুক মোড়লের নেতৃত্বে বাজারে অসীম রায়ের মিষ্টির দোকান লুট হয়। নাছিরপুর গ্রামের মৃত রঞ্জন সাধুর পুত্র গৌরাঙ্গ সাধুর নেতৃত্বে নির্মাণ বিপণী ও বিশ্বজিৎ সাধুর চাউলের আড়ৎ সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালিয়ে লুটপাট করা হয়। নির্মাণ বিপনির মালিক বিপ্লব সাধু ঘটনার দিন ফোন দিলে আমি নিজেই দ্রুত তার ব্যবসা প্রতিষ্ঠানের গিয়ে হামলা ও লুটপাট রোধ করি এবং বাধা হয়ে দাঁড়ায়।এরপর আমার ব্যক্তিগত প্রয়োজনে পাইকগাছা থানায় যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।