শেখ খায়রুল ইসলাম,কপিলমুনি,খুলনা প্রতিনিধি //খুলনার পাইকগাছায় লাইসেন্স না থাকায় দুটি ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার হক এ জরিমানা আদায় করেন। জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি গ্রামের ফয়সাল ব্রিকসের কোন লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা ও হরিঢালী ইউনিয়নের রামনাথপুর গ্রামের যমুনা ব্রিকসে লাইসেন্স না থাকায় ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোদ্দার, আনসার সদস্য সহ পুলিশ সঙ্গীয় ফোর্স। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক জানান, লাইসেন্স না থাকায় এ দু’টি ইটভাটায় ৫০হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল ইউভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।