মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রান সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে কালিনগরস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়। গত তিন দিনেও রাঁধ দিয়ে রক্ষা করা যাচ্ছেনা। ফলে পানিবন্ধি হয়ে পড়েছে ১৩ গ্রামের ৩০ হাজার মানুষ। এসব অসহায় মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেক গত তিন দিনে চাউল ১২ মেঃটঃ, খাবার স্যালাই, ৫ হাজার প্যাকেট,বিস্কুট ৮৭৪ প্যাকেট, খেজুর ১২০ কেজি, গুড় ৭৮ কেজি, চিড়া ৫২৫ কেজি, মুড়ি ৩১৬ কেজি মুড়ি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, ওসি ওবাইদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি অফিসার অসীম কুমার দাস।
টিম খুলনা বিল্ড খুলনা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, স্যালাইন পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়েছে। প্রদান কালে উপস্থিত ছিলেন, সভাপতি আরিফুল হক মোল্ল্য, সাধারণ সম্পাদক আহম্মেদ, তানজিম আনছারী, আহসান সিদ্দিকী প্রিন্স, আবুবকর সিদ্দিকী, ওমর ফারখ, রবিউল ইসলাম রবি, ইউনুছ সাগর, সালেহ আহম্মেদ সুমন,ও রেদোয়ান রোহান। ইতোমধ্যে জরুরি চিকিৎসা প্রদান, ত্রাণ সামগ্রী বিতরণ ও পানি বন্দি মানুষ কে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কাজ শুরু করেছে নৌবাহিনী। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকজন সহায়তা করে যাচ্ছেন বলে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ও সোলাদানার সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে দুই হাজার মানুষ কাজ করার পর তৃতীয় দিনেও পাইকগাছার দেলুটির কালিনগর এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত সম্ভব হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।