পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে “শেকড়ের সন্ধানে” আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা “শেকড়ের সন্ধানে” আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর,আলোচনা ও মতবিনিময় সভা এবং শেকড়ের সন্ধানে’র পক্ষথেকে বন্যা, শিক্ষাবৃত্তি ও বেশ কিছু সাংগঠনিক বিষয় বাস্তবায়ণের জন্য নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
শনিবার (২৪আগষ্ট-২৪) বিকেলে কেশবপুর প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পি টি এফ) মিলনায়তনে কবি ও শিক্ষক মোঃ আব্দুল কাদের’র সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক রাশিদা আখতার লিলি, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া।
বিশেষ অতিথির আলোচনা করেন শেকড়ের সন্ধানে’র উপদেষ্টা ও”পি টি এফ”-এর চেয়ারম্যান জনাব এ.কে.আজাদ (ইকতিয়ার) ও অবসরপ্রাপ্ত শিক্ষক কবি ও কথাসাহিত্যিক দিলারা বিউটি।
মতবিনিময়,ছড়া,কবিতা,গল্প ও আলোচনা করেন কবি আলী আহম্মদ,কবি আব্দুল হাই হাদি,কবি আব্দুস সালাম মুর্শেদী, কবি মনিরুজ্জামান,আবু মুছা নূর হোসেন বাঁধন, আশিকুজ্জামান সজীব,সালেহা খাতুনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে শেকড়ের সন্ধানে’র ছাত্র পরিষদের পক্ষথেকে সবার মাঝে মিষ্টি বিতরণ ও বিভিন্ন কবি-লেখকদের সদ্য প্রকাশিত গ্রন্থের কপি একে-অপরের মাঝে বিতরণ করায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে উঠে। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আনিছুর রহমান ও রুহুল আমীন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।