মোঃ ইমরান,বটিয়াঘাটা প্রতিনিধি || খুলনার বটিয়াঘাটা উপজেলার নকল নবিশরা সারাদেশের ন্যায় এক দফা এক দাবীতে নকল নবিশদের কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বেলা ১০-১২টায় সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার কার্যালয়ের নানা প্লাকার্ড ও ব্যনার হাতে নিয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি করে।
ঊপজেলা নকল নবিশ সমিতির সভাপতি মোঃ আলামিন হাওলাদারের সভাপতিত্বে ও সহ সভাপতি গোবিন্দ মল্লিক, সাধারণ সম্পাদক আদুরি আক্তার সোহাগি,সঞ্চালনায় মাননববন্ধনে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোহিদুল ইসলাম, অনুপম রায়,নূর মোহাম্মদ,আজমির,কিশোর,অসিম,জুই,ময়মুনা,রুপা,পপি,সঞ্জয়,হেলাল,গোপি,তরিকুল,শ্রাবন, মিস্র,লাবন্য,কালিঠাকু,লিয়াকত, ঠাকুর দাস,অর্চনা, সারমিন, সোমা,সারমিন,সুমনা, নকল নবিশ সমিতির ও উপজেলার সকল নকল নবিশ। এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে ১০টা থেকে ১২টা পর্যান্ত কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি চলছে, সারা বাংলাদেশের নকল নবিশদের এক দফা এক দাবী। তাদেরকে জাতীয়করন করে নিতে হবে।
বক্তারা আরো বলেন,দেশজুড়ে যখন সবাই বৈষম্যের বিরুদ্ধে লড়ছে তখন নকল নবিশরা আর বসে নেই সবাই রাজপথে নেমে এসছে, রাজস্ব আদায়ে নকল নবিশরা ২য় স্থানে থেকে সরকারের বৃহৎ আয় করে দেয় নকল নবিশরা। নতুন সরকার ক্ষমতায় আসার পরে অনেক দাবী তারা মেনে নিয়েছে, আমদেরকেও যেনো তারা স্থায়ী করন করে আমাদের দাবী মেনে নেয় আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের স্থায়ী করন না হলে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা পূর্নাঙ্গ কলম বিরতিসহ সকল কর্মসূচি পালন করবো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।