মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, শাহাদাত বরন করী শহীদ ছাত্র, জনতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।২৫ শে আগষ্ট রবিবার দুপুরে যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের যুব সমাজের আয়োজনে সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ৮৫/১ শার্শা আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির।
তিনি বলেন,দীর্ঘ ১৬টি বছর পর, এই উপজেলার ঐতিহ্যবাহী গ্রামবাসি,আজ আমরা একত্রিত হতে পেরেছি ও স্বাধীন ভাবে মন খুলে আলোচনা করতে পারছি। স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও, আমরা ছিলাম পরাধীন, এদেশের ছাত্র জনতা তাদের জীবনের বিনিময়ে আবারও স্বাধীনতা অর্জন করলাম। তাই এই স্বাধীন দেশে আওয়ামী লীগ কোন ষড়যন্ত্র করতে না পারে ও সাধারণ জনগণ ও সংখ্যালঘুদের উপর হামলা করতে না পারে, সেজন্যে নেতাকর্মী সহ সকলের সজাগ থাকার আহবান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম , কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াছি উদ্দিন জিন্নাহ,ছাত্রদলের সদস্য সচিব সবুজ হাসান খান,আহম্মেদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুল ওয়াহদ,অলিয়ার রহমান সরদার, সিরাজুল ইসলাম,ইসমাইল হোসেন শান্তি,,মনিরুল ইসলাম মনি সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু স্বাস্থ্য ও কোটা আন্দোলনে শাহাদৎ বরনকারীদের রুহের মাগফেরাত ও দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে রক্ষা কামনা করে বিশেষ দোয়া করেন, মাওলানা আব্দুর নোমান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।