চিফ রিপোর্টার, ঢাকা || শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টা পর্যন্ত শাহবাগ,রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
আদালতে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন,’তাদের আদালতের লকআপে রাখা হয়েছে।’
তিনি জানান,গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে।
গতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান,আনসার সদস্যরা তাদের দাবি পূরণের আশ্বাস পেয়েও সচিবালয় অবরোধ করে রেখেছে জানতে পেরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী সচিবালয় এলাকায় উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।