দেশের বিভিন্ন জেলা ভয়াবহ বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগীতা করা এবং চলমান বন্যা মোকাবেলায় মোংলা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফেনিতে এক হাজার এবং পাইকগাছার দুইশত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সদর ফেনি ও পাইকগাছা, খুলনা এলাকার বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ফেনি ও খুলনার পাইকগাছার ১২০০ পরিবারকে চাল, চিড়া, গুড়, মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবন, পানি, মোমবাতি, ওরস্যালাইন, লাইটার, বিস্কুট, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট সরবরাহ করা হয়।
মোংলা বন্দরের পক্ষ থেকে মোট ১৯ (উনিশ) টন খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।